
বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে ২৭ মার্চ বিকালে সংগঠনের খান্দারস্থ বগুড়া জেলা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির আহ্বায়ক রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির সদস্য শমশের নুর খোকন, হাকীম ছামিউল ইসলাম রনি, ইমরানুল হক ইমরান, এরশাদ হোসেন, পরিমল চন্দ্র প্রামানিক, রানা মুহাম্মাদ সোহেল প্রমূখ। উল্লেখ্য উক্ত আলোচনা সভায় আগামী ১৫ এপ্রিল (২৩শে রমজান) রোজ শনিবার বাংলাদেশ সাংবাদিক জোটের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।