Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বুস্ট ইয়োর এনার্জি লেভেল বইয়ের মোড়ক উন্মোচন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুস্ট ইয়োর এনার্জি লেভেল বইয়ের মোড়ক উন্মোচন

February 18, 2025 12:32:30 PM   অনলাইন ডেস্ক
বুস্ট ইয়োর এনার্জি লেভেল বইয়ের মোড়ক উন্মোচন

মফিজুল ইসলাম:
শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে লেখা "বুস্ট ইওর এনার্জি লেবেল" বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার অমর একুশে বইমেলা ২০২৫-এর মোড়ক উন্মোচন মঞ্চে লেখক, সাংবাদিক ও শিক্ষক সাজেদা ইসলাম রচিত এ বইটির মোড়ক উন্মোচন করেন দৈনিক দেশপত্রের সম্পাদক রুফায়দা পন্নী।

এ সময় তিনি বলেন, 'বুস্ট ইওর এনার্জি লেবেল' বইটি যদি কেউ জ্ঞান অর্জনের জন্য গ্রহণ করে, তাহলে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী সবাই উপকৃত হবে। ক্যারিয়ার গঠনে নিজেকে সংগঠিত ও উদ্যমী রাখার উপায় বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।'

বইয়ের লেখক সাজেদা ইসলাম বলেন, ‘শিক্ষা ও সুশিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। সুশিক্ষা অর্জনের জন্য কিছু নিয়ম মানতে হয়, কিন্তু আমাদের দেশে শুধু শিক্ষার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়, সুশিক্ষিত হতে নয়। তাই শিক্ষার্থীদের সংগঠিত, সময়নিষ্ঠ ও স্ব-শৃঙ্খলাবদ্ধ রাখতে বইটি সহায়ক হবে।’

অনুষ্ঠানে অতিথিরা বইটির প্রশংসা করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মাহমুদ হাসান নিজামী, দৈনিক দেশপত্রের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ প্রমুখ।