Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসনে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসনে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

July 16, 2023 01:04:01 PM   জেলা প্রতিনিধি
বাসনে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। শনিবার রাত ২.৩০ মিনিটে বাসন থানা থানাধীন ভোগড়া এলাকা সংলগ্ন পলিকেম্প স্পেকট্রম নামক রংয়ের কারখানার সামনে থেকে এ অস্ত্র ও সিহাব উদ্দিন নামের যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সিহাব উদ্দিন(২৭) গাজীপুর জেলার শ্রীপুর থানার চরদমদমা গ্রামের আঃ সামাদ মোল্লার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, বাসন থানার অফিসার ও ফোর্স সহ গত শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তামূলক চেকপোষ্টে ডিউটি করাকালীন সময়ে গ্রেফতারকৃত সিহাব চেকপোষ্টে পুলিশের অবস্থান দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জানায়, সে চান্দনা চৌরাস্তা থেকে কাধে একটি ব্যাগ নিয়ে চেকপোষ্টের দিকে আসছিল। দৌড়ে পালানোর সময় তাকে সন্দেহজনক আটক করে পুলিশ। পরে সিহাবের শরীর তল্লাশি করে পুলিশ। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ০১টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত এলজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সানোয়ার জাহান জানান, দেশীয় অস্ত্রসহ সিহাব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।