Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

March 04, 2023 10:37:48 PM   দেশজুড়ে ডেস্ক
বাসনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগর বাসন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়জনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শান্তি মিছিল বের করা হয়।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেরস আব্দুল বারী। পরিচালনা ছিলেন- বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

শান্তি সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন- দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামাত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সাধারণ জনগণ সোচ্চার রয়েছে। দেশের উন্নয়নে বাধাগ্রস্তকারী যে কোন প্রকার অপশক্তিকে দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে রুখে দিবে।