Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / বাড্ডা সমাজ কল্যাণ সংসদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাড্ডা সমাজ কল্যাণ সংসদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত

October 24, 2022 04:33:13 AM   নিজস্ব প্রতিনিধি
বাড্ডা সমাজ কল্যাণ সংসদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত

বাড্ডা সমাজ কল্যাণ সংসদের আয়োজনে ও বাড্ডা থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো গুণীজন ও বন্ধুদের মিলনমেলা-২০২২। গত শনিবার সন্ধ্যায় বাড্ডা হাই স্কুল প্রঙ্গণে এই মিলমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে গুণীজনদের সংক্ষিপ্ত বক্তব্য, নৈশ ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন মাদক ও সন্ত্রাস নির্মূলে আশাবাদ ব্যক্ত করে বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর।  এধরনের সমাজ কল্যাণমূলক সংগঠনগুলো এক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে এবং আগামীতেও রাখবে।

এসময় গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় নকিব, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মিজানুর রহমান ধনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হীরা, বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিকদার সুমন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মীর রাসেল, গুলশান থানা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাসান, বাড্ডা থানা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতিগণ ।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ ও দৈনিক মাতৃভূমি খবরের বার্তা সম্পাদক বাদল চৌধুরী, সংগঠক পাভেল হক,  মানবাধিকার কর্মী রসূল আমিন রিন্টু, মোয়াজ্জেম হোসেন অলি, সাবেক বাড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মৃদু খন্দকার, সঙ্গীত শিল্পী মনির হোসেন সুজন, আলী, জাকির হোসেন, ফরিদ, অমল, সাংবাদিক রিন্টু, শিক্ষানুরাগী বাবু, বাড্ডা থানা সেচ্ছাসেবক লীগ নেতা পলাশ, জামান, সোহেল, সোহাগ, রাসেল, শাকিল, জাকির প্রমুখ।