
সুজন বিশ্বাস, শৈলকুপা সংবাদদাতা:
আখেরী নবী, মহানবী (সঃ) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ মইন উদ্দীনের সভাপতিত্বে, হাফেজ মাওলানা আব্দুর রশিদ এর সঞ্চালনায় শুক্রবার বিকালে নবী প্রিয় তৌহিদী জনতা'র আয়োজনে উপজেলা দোয়েল চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভারতের ক্ষমতাসীন বিজেপি মূখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দান কর্তৃক মহানবী (সঃ) এবং উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ)-কে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার তীব্রতা পল্লির জনপদেও এসে দাও দাও করে জ্বলছে। মানববন্ধনে বক্তাগণ বিশ্ব নবী বিশ্ব মানবতার প্রতিক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাহামানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ)-কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের জন্য বিজেপি নেতা নূপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলেও জানান বক্তারা।
এ সময় উপজেলার শত শত নবী প্রিয় তৌহিদী ছাত্র জনতা’র ব্যানারে স্থানীয় মুসল্লীরাও এই প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নেয়।