
ঢাকা উত্তর প্রতিনিধি:
ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার সকাল ১১ টায় মুন্ন কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু।
প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ বলেন, আপনারা আমাকে ভালবাসছেন বলেই আজ এতো দূর আসতে পেরেছি, আপনাদের ভালবাসা না থাকলে আমি এতো দূর আসতে পারতাম না। তিনি বলেন বিগত দিনে সরকার ছিল তারা এই দেশের জন্য কিছু করে নাই। দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ দেশে উন্নয়ন হচ্ছে দেশের মানুষ ভালো আছে, কিন্তু হঠাৎ করেই বিএনপি জামায়াত শিবির আবার মাথা উঁচু করে উঠতে আছে। তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে অস্বীকার করছে।তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল এর নামে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ এখন আর বিএনপি জামায়াতকে চায় না। বলেন আগামী বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন তাই সবাইকে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ধামরাই উপজেলা পরিষদ ও সদস্য ধামরাই উপজেলা আওয়ামী লীগ মোহাদ্দেস হোসেন, মেয়র ধামরাই পৌরসভা গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা পরিষদ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা পরিষদ এ্যাডভোকেট সোহনা জেসমিন মুক্তা,সাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান সুয়াপুর ইউনিয়ন পরিষদ সোহরাব হোসেন সোরহাব, সানোড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, আমতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কফিল উদ্দিন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, মনোয়ার হোসেন, রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজিমুদ্দন,বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান সহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা।