
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া রশিদ ডিলারের মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন বড়াইগ্রামের কয়েনবাজার মশিন্দা এলাকার মৃত বাহার মন্ডলের ছেলে কামরুজ্জামান মন্ডল (৫০) এবং রাজশাহীর বোয়ালিয়ার বাজে কাজলা গ্রামের মৃত নুর উদ্দিন মোল্লার ছেলে কামরুল মোল্লা (৫০)।
জানা যায়, মঙ্গলবার সকালে আসামীদ্বয় সহ চারজন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থেকে সবুজ নামের একজনের অটোভ্যান ভাড়া করে বনপাড়া নিয়ে আসে। বনপাড়া রশিদ ডিলারের মোড়ে গাড়িতে মালামাল নেবার কথা বলে দুইজন অটোভ্যান চালককে গাড়ি থেকে একটু দুরে নিয়ে যায়। অপর দুইজন গাড়ি নিয়ে পালাতে গেলে অটোভ্যান চালক হঠাৎ দেখে চিৎকার করে।পরে জনগন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নাটোর জেল আদালতে প্রেরণ করা হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা ও অটো ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে এই পেশায় জড়িত তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।