Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

February 16, 2024 05:44:57 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় শিশু কিশোরদের শারিরীক ও মানসিক বিকাশের লক্ষে নাটোরের বড়াইগ্রামে দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ।

উপজেলা শিক্ষা অফিস ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরষ্কার বিরতণী এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার সকল বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।