Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

August 28, 2023 08:26:32 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস. আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীন আ'লীগ নেতা আব্দুস সোবহান প্রামানিকের সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড: সাজেদুর রহমান খাঁন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান, নাটোর জেলা আ'লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ০৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

করিম মাষ্টারের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন দুলাল, আবুল কালাম আজাদ, আব্দুস সোবহান,জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কুইজ, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।