
নাটোর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নাটোরের বড়াইগ্রামে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জোনাইল এবং বড়াইগ্রাম ইউনিয়নে তিন শতাধীক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।এই শীতে যাতে আপনাদের কোন কষ্ট না হয় সেজন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।আপনারা তার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রীর এই ক্ষুদ্র উপহার আপনারা গ্রহণ করবেন।
এ সময় বড়াইগ্রাম উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়ার্দার, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জয় বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টি এম মাসুদ করিম বাকি, জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া উপস্থিত ছিলেন।