
নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে দুই বারের নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজাপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি এস.এম একরামুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রাজাপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ তুঘলক এ সময় সংসদ সদস্যকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেন।
প্রভাষক ইসরাফিল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক এস.এম আসাদুজ্জামান, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান শাহিন , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এ সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে। আমাদের লক্ষ্য স্থীর করতে হবে, উদ্দেশ্য বিহীন লেখাপড়ার কোনো মূল্য নেই।একটা লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন - আগামীতে আমার নির্বাচনী এলাকায় শেখ জয় কম্পিউটার ট্রেনিং এন্ড সার্ভিসিং সেন্টার করতে চাই।যেখানে আমাদের ছেলে মেয়েরা প্রশিক্ষন নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হবে।