Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারী স্থল বন্দরে অংশীজনদের সাথে সমাজ কল্যাণ মন্ত্রীর মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুড়িমারী স্থল বন্দরে অংশীজনদের সাথে সমাজ কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

August 13, 2023 08:43:14 PM   উপজেলা প্রতিনিধি
বুড়িমারী স্থল বন্দরে অংশীজনদের সাথে সমাজ কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থল বন্দরে অংশীজনদের সাথে মতবিনিময় করলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রবিবার সকাল ১২ টায় স্থল বন্দর কতৃপক্ষ চেয়ারম্যান জিল্লুর রহমান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রীর নুরুজ্জামান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি, পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বুড়িমারী স্থল বন্দর  এডি গিয়াসউদ্দিন, কাস্টমস সহকারি কমিশনার আব্দুল আলীম, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সিএন্ড এফ সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ, বুড়িমারী স্থল বন্দর শ্রমিক সভাপতি সফর উদ্দিন।

এসময় সমাজ কল্যাণ মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে বলেন আগামীতে বুড়িমারী স্থল বন্দর হবে বাংলাদেশ সুনামধন্য স্থল বন্দর এবং বুড়িমারী স্থল বন্দরের জায়গা বৃদ্ধিকরণ সহ সব ধরনের উন্নয়নমূলক  কাজ অতি শীঘ্রই শুরু হবে।