
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন নৌকা আমাকে দিবেন।
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলা বুড়িমারী ইউনিয়নের ষোল ঘড়িয়া জিপিএস হইতে আজিজুল হক প্রধান এর বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন লালমনিরহাট-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
বৃহস্পতিবার উক্ত উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু।
এসময় এমপির মহদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব।পাটগ্রাম উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম এলজিইডি কর্মকর্তা মাহবুবউল আলম, পাটগ্রাম যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া মির্জাসহ উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ।