Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ভাগ্নিকে স্ত্রী পরিচয় দিয়ে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভাগ্নিকে স্ত্রী পরিচয় দিয়ে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

September 17, 2024 08:25:05 PM   অনলাইন ডেস্ক
ভাগ্নিকে স্ত্রী পরিচয় দিয়ে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

বরিশাল সংবাদদাতা:
ভাগ্নিকে স্ত্রী পরিচয় দিয়ে হতদরিদ্রদের ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে। এনিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত সালমান কবির জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

অভিযোগ উঠেছে, সালমান কবির তার ভাগ্নি লিজা মনিকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিজিডির প্রতি মাসের ৩০ কেজি করে ২০ মাসে ছয়শ’ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

সূত্র মতে, সালমান কবিরের স্ত্রীর নাম মরিয়ম বেগম এবং শশুরের নাম ইসমাইল সরদার। আর লিজা মনি হলেন সালমান কবিরের বোন কমলা বেগমের মেয়ে। সূত্রে আরও জানা গেছে, তৎকালীন শেখ হাসিনার সরকারের সময় যুবলীগ নেতা সালমান কবিরের দাপটেই ভুয়া পরিচয়ে ভিজিডির চাল হাতিয়ে নেয়া হয়।

গত ১৫ সেপ্টেম্বর সালমান কবিরের বোন কমলা বেগম বামরাইল ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে স্থানীয় সোহাগ ঘরামী ও সোহেল ফরাজী ভিজিডির কার্ডটি জব্দ করার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা সালমান কবিরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। বামরাইল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গিয়াস উদ্দিন এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ করেননি। তবে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগের তদন্ত করে এ ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।