
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল এবং নতুন ছয়জন পরিচালকের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজন স্বতন্ত্র পরিচালক।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী এবং ব্যাংকের স্বার্থ রক্ষা ও সুশাসন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন পর্ষদে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন- ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের অধ্যাপক সাজ্জাদ জহির, এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মো. মাহবুব কাশেম।
এছাড়া সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা এবং যুগ্ম সচিব মনজুরুল হককে নিয়োগ দেওয়া হয়েছে, যেহেতু ব্যাংকটির ৩২.৭৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সরকারের হাতে।
সরকার পতনের পরপরই আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকোর অন্যান্য পরিচালকদের পদত্যাগের দাবিতে ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন।