
চুরি করা একটি ট্রলিসহ পাবনার ভাঙ্গুড়ায় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার শিকড় এলাকার বাসিন্দা আল-আমিন (২৪) ও লিটন (২৫)। স্থানীয়দের ভাষ্যমতে, কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তারা ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক দুই ব্যক্তি স্বীকার করেন, তারা বগুড়া থেকে ট্রলিটি চুরি করে ভাঙ্গুড়ায় নিয়ে আসেন। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং চোরাই ট্রলিটি স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে বগুড়ার শেরপুর উপজেলার শিকড় এলাকার ট্রলির মালিক অন্তর জানান, শুক্রবার রাতে তিনি ট্রলিটি বাড়ির সামনে রেখে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে আল-আমিন ও লিটন সেটি চুরি করে নিয়ে যান। অন্তর দাবি করেন, অভিযুক্ত দুইজন মাদকাসক্ত এবং তারা বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”