Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারার ওসমান পাগলের বাৎসরিক ওরস পহেলা সেপ্টেম্বর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারার ওসমান পাগলের বাৎসরিক ওরস পহেলা সেপ্টেম্বর

August 28, 2023 03:00:46 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারার ওসমান পাগলের বাৎসরিক ওরস পহেলা সেপ্টেম্বর

মিন্টু হোসাইন:
কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত গাউছ পীর হযরত ওসমান (র.) মজনুর সম্রাট পাগলা বাবার এর পবিত্র মাজার  শরীফে আগামী পহেলা সেপ্টেম্বরে ২৮ তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মোকারিমপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার বেলা  ১০ ঘটিকায় পতাকা উত্তোলন এবং বিকাল ৪টায় তবারক বিতরণ ও বাদ এশা খতমে খাজে গান অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে গাউছ পীর হরযত ওসমান (রঃ) এর দরবার কমিটি। ওরশ উপলক্ষে সকল ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে তারা।