
ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া ভেড়ামারায় অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত ১০ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় কুষ্টিয়া-হ-১৪-৮২৯৩ কালো রঙের ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেলটি চোর চুরির অভিযোগ হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, সাতবাড়ি উত্তর ভবানিপুর বিয়ে বাড়ীর সামনে থেকে গত ১০ সেপ্টেম্বর কুষ্টিয়া-হ-১৪-৮২৯৩ কালো রঙের ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেলটি চোর চুরি হয়। অভিযোগের পর মোটরসাইকেল উদ্ধারের নামে ভেড়ামারা থানা পুলিশ। সাব ইন্সপেক্টর মোঃ মিন্টু আলী সঙ্গে ও ফোর্স নিয়ে চোরসহ মোটরসাইকেলটি উদ্ধার করেন তারা। এ সময় মোটরসাইকেল চুরির সাথে জড়িত সুমন আলী (৩৫), আজিজুল শেখ (২৬), আহসান হাবিব ইমন (২০) কে গ্রেফতার করা হয়। এদিকে মামলা দিয়ে আটককৃতদের কুষ্টিয়া জেলা হতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।