Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৯ বছর পর গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৯ বছর পর গ্রেফতার

September 07, 2023 03:59:09 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২৯ বছর পর গ্রেফতার

মিন্টু হোসাইন:
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের  বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পরে ফরিদপুর ভাঙ্গা থেকে আটক করেছেন ভেড়ামারা থানা পুলিশ। 

থানা সূত্রে  জানা গেছে,  কুষ্টিয়া পুলিশ সুপার আবদুর রকিব এর নির্দেশে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম এর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুর ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে 

ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আমিনুদ্দিন এর ছেলে আব্দুল মান্নান (৫৫) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৯ বছর পরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন ভেড়ামারা থানা পুলিশ। 

উল্লেখ্য ১৯৯৪ সালে যাবজ্জীবন সাজা প্রাপ্ত  আসামি আব্দুল মান্নান এর আপন ২ভাই ঝগড়া বিবাদ ঠেকাতে গিয়ে ভাগ্নে ওসমান খামরু মামা আব্দুর মান্নানকে  চড় মারলে মামা ক্ষিপ্ত হয়ে ভাগ্নে ওসমান খামারু কে ধারা অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটা হত্যা মামলা হয়। মামলা নং ২ তারিখ ৭/৬/১৯৯৪ এর পর থেকে আব্দুল মান্নান পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত  মামলা চলার পরে তার যাবজ্জীবন সাজা  রায় দেয়। 

গত বুধবার ভেড়ামারা থানা পুলিশের  বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ভাঙ্গায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান কে ২৯ বছর পরে  গ্রেফতার করে। আসামিকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেছে।

ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।