Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ভোলায় ওলামা-মাশায়েখ পরিষেদের সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোলায় ওলামা-মাশায়েখ পরিষেদের সম্মেলন অনুষ্ঠিত

August 27, 2024 10:11:38 PM   উপজেলা প্রতিনিধি
ভোলায় ওলামা-মাশায়েখ পরিষেদের সম্মেলন অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে শান্তি-শৃঙ্খলা ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন বাটমারা পীর মাওলানা মহিবুল্লাহ। ড. মো. হাবিবুল্লাহ ও অধ্যক্ষ মাওলানা নুরনুবী সম্মেলনের সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উলামায়ে মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা এবং ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা ফজলুল করিম শান্তি ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুজ্জমান। এছাড়াও বক্তব্য রাখেন ফজিলাতুন নেছা সরকারি কলেজের অধ্যক্ষ, বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ.বি আহমদ উল্যাহ আনসারী, এবং অন্যান্য বিশিষ্ট মাদ্রাসা শিক্ষক ও ওলামা-মাশায়েখগণ।

সম্মেলন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।