Date: May 11, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ভাষা আন্দোলনের অগ্রসৈনিক চিলাহাটির দবির উদ্দিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভাষা আন্দোলনের অগ্রসৈনিক চিলাহাটির দবির উদ্দিন

April 05, 2024 05:25:16 PM   উপজেলা প্রতিনিধি
ভাষা আন্দোলনের অগ্রসৈনিক চিলাহাটির দবির উদ্দিন

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
বায়ান্ন’র ভাষা আন্দোলনে সারাদেশ যখন উত্তাল, ঠিক তখনই নীলফামারী জেলার চিলাহাটির অ্যাড. দবির উদ্দিন আহমেদ ভাষা আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে মায়ের ভাষা ‘বাংলা’ কে রাষ্ট্রভাষা করতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।

ব্রিটিশ ভারতের তৎকালীন নীলফামারী মহকুমার ডোমার থানার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর ভোগডাবুড়ী গ্রামের মৃত. আমির উদ্দিন আহমেদ প্রামানিক ও চন্দন বিবি প্রামানিকের ঘরে বাংলা ১৩০৯ সনে জন্মগ্রহণ করেন দবির উদ্দিন আহমেদ। কারমাইকেল কলেজ থেকে ১৯২৬ সালে বিএ ডিগ্রি ও ১৯২৮ সালে এলএলবি পরীক্ষায় উত্তীর্ণ হন। সে-বছরই আইন পেশায় যুক্ত হয়ে আমৃত্যু তিনি নীলফামারী জেলায় আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে কারাবরণ করেন ও ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন তৎকালীন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর রাজনীতির সাথে যুক্ত থাকেন। ১৯৯৩ সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন তিনি।