
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
ভাষা শহীদের স্মরণে লক্ষ্মীপুরে স্মৃতিচারণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ হল রুমে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহাজাহান কামাল (এমপি)। প্রধান বক্তা ছিলেন- লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর (সদর) পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও বর্তমান জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো. নজরুল ইসলাম ভুলুসহ প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, আজ থেকে ৭১ বছর এই দিনে ভাষা সৈনিকরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষা চিনিয়ে এনেছে। এজন্য আজ আমরা বাংলা ভাষা কথা বলি। বাংলা আমাদের মাতৃভাষা। পৃথিবীর একটি মাত্র দেশ বাংলাদেশ। মায়ের ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে। এজন্য বাংলার ইতিহাসে সবচেয়ে দুইটি উল্লেখযোগ্য দিন হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা এই দুটি মহান আন্দোলনে বিজয়ী হয়েছি। আজ সেই মহান ফেব্রুয়ারি মাস। ১৯৫২-এর মহান ভাষা আন্দোলনে এ দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন।
এরআগে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণের পাশাপাশি। সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, লক্ষ্মীপুর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ-নিজ ক্যাম্পাস আঙ্গিনায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদের প্রতি।