
ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
"শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগণ এক হও দেশী বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করো; বাজার সিন্ডিকেট দমন করো, নিত্যপণ্যের দাম কমাও" শ্লোগানকে সামনে রেখে এবার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক দল জাসদ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা উপজেলা জাসদ বিভিন্ন কর্মসূচি পালন করে। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নারী-পুরুষের মিছিল বিশাল সমাবেশে উপস্থিত হয়।
স্থানীয় বাসষ্টান্ডে সমামাবেশে কয়েক হাজার জাসদ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা করে উৎসব মুখর পরিবেশে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
মঙ্গলবার বিকাল ৪ টায় শহরের বাস স্ট্যান্ডে এ সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সমনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
প্রধান অতিথি আব্দুল আলিম স্বপন সমাবেশে তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত চক্র জ্বালাও পোড়াও হাত্যাকান্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠিলে দিতে চায়। তারা দেশী বিদেশী কুচক্রীদের সাথে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের এ চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ষথাসময়ে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি-জামাত সন্ত্রাসীদের রুখে দাড়াতে হবে। আবারও বিপুল ভোট দিয়ে ১৪ দলকে ক্ষমতায় আনতে হবে।
সমাবেশে ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আনছার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, পৌর জাসদের সভাপতি মাহমুদ বিন ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল সহ নেতৃবৃন্দ।