
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবার সম্পূর্ণভাবে সর্বস্ব হারিয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দশটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশায় পড়েছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে মোহাম্মদ নুরুজ্জামানের নগদ দুই লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর ও রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মো. দুলালের তিনটি রুম, একটি রান্নাঘর, একটি ফ্রিজ, গ্যাসের চুলা এবং নগদ দুই লাখ টাকা আগুনে ভস্মীভূত হয়। মোহাম্মদ বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, গরুর ঘর, একটি ফ্রিজ, গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিল আগুনে পুড়ে যায়। মোহাম্মদ কামাল হোসেনের একটি রুম, রান্নাঘর এবং দুটি মোবাইল আগুনে নষ্ট হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, প্রকৃত কারণ নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে। আগুন লাগার পর ভেড়ামারা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, স্থানীয়দের অভিযোগ- ফায়ার সার্ভিসের আরও আগে পৌঁছানো উচিত ছিল। যদি তারা আরও দ্রুত ঘটনাস্থলে আসতে পারত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হতো।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে। তারা মানবেতর জীবনযাপন করছে এবং স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।