
ঢাকার মগবাজারস্থ মধুবাগ শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ে ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেনের নেতৃত্বে ছাত্র-শিক্ষকসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন। এরপর ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেলিম কালচারাল ইনস্টিটিউট ও শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একক গান, সম্মিলিত কবিতা আবৃত্তি এবং দলীয় নৃত্য।
এছাড়া, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাঙ্কন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের সভাপতি মেজর অবঃ শাহ আলম। তিনি সমাপনী বক্তব্যে বলেন, “ভাষা আন্দোলনে শহীদদের ত্যাগ আমাদের প্রেরণা, তাদের অবদান কখনো ভুলা যাবে না।”