
মাগুরা প্রতিনিধি:
মাগুরা নবগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মাগুরা সাতধোয়া মন্দিরের কাছে এই লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন মাগুরা জেলা পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। পরে সেখান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, লাশটি একটি পুরুষের। সম্ভবত দুই তিন আগে তার মৃত্যু হয়েছে। মুখে দাঁড়ি আছে,বয়স ৪০-৪৫ এর কাছাকাছি হবে। এর সকল বিষয় গুলো নিশ্চিত হতে পুলিশের ফরেনসিক টিম কাজ করেছে।