Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় বাসের চাঁপায় ভিক্ষুকসহ নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় বাসের চাঁপায় ভিক্ষুকসহ নিহত ২

September 11, 2023 07:25:47 PM   জেলা প্রতিনিধি
মাগুরায় বাসের চাঁপায় ভিক্ষুকসহ নিহত ২

মাগুরা প্রতিনিধি:
মাগুরায় বাসের চাঁপায় ভিক্ষুকসহ দুই জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো ল ১২-১৭৮৫ সিরিয়ালের গাড়িটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাগুরা হ ১১-০২৬০ নম্বর প্লেটের মোটরসাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মটর সাইকেল আহোহীকে কয়েকশো গজ সমনের দিকে টেনেহিঁচড়ে নিয়ে গেলে পাশে থাকা এক ভিক্ষুকও চাঁপা পড়ে। তাদের দুই জনকে গাড়ির নিচে থেকে পথচারীরা উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সময় পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ছ ৭৫০৫২৫ নম্বর প্লেটের একটি এ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনের বাড়িই মাগুরাতে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আনোয়ার হোসেন (৬০)পিতা ময়েনউদ্দিন বাড়ি মাগুরা সদরের আঠারোখাদা গ্রামে তিনি মাগুরা দৃষ্টি স্কীন প্রিন্টার্সের মালিক, অপর নিহতের নাম রোকেয়া বেগম(৭০) স্বামী সামচু সর্দ্দার বাড়ি মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির উরুরা গ্রামে। তিনি মাগুরা টিভি ক্লিনিকপাড়া ভাড়ার বাসায় থাকতেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সেকেন্দার আলী বলেন,গোল্ডেন লাইনের ঐ বাসটি আটক করা হয়েছে,পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।