সুস্থ সংস্কৃতির বিকাশে মাটি মিউজিকের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
জিনাত ফেরদৌস তাবাসসুম ও জোবায়ের হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে মাটি মিউজিকের সকল শিল্পীগণ সমবেত কণ্ঠে মাটি মিউজিকের দলীয় সংগীত পরিবেশন করেন।
মাটি মিউজিকের উত্তরার সভাপতি নুরুল আমিন সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান, মাটি মিউজিকের কর্ণধার শাহিন আলম, উত্তরা জোনের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, নারী বিভাগের যুগ্ম সম্পাদক ও তারুণ্য সভার চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ঢাকা মহানগর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য শেষে ঢাকা জেলার কমিটি ঘোষণা করেন মাটি মিউজিকের ঢাকা মহানগর সম্পাদক শহীদুল ইসলাম। যথাক্রমে মতিঝিল থানায় খন্দকার নাজমুল আলম শান্তু, যাত্রাবাড়ি তাহমিনা আক্তার চাঁদ, তেজগাঁও আব্দুর রহমান, গুলশান নাজমুন নাহার বিথী, মিরপুর নাসরিন বেগম দিনা, উত্তরা নুরুল আমিন সাকিব, কেরানীগঞ্জ মুন্নি আক্তার, সাভার রওসন আলী, আশুলিয়া আব্দুল্লাহ আল নোমানকে থানা সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মাটি মিউজিকের শিল্পীবৃন্দ আবৃত্তি, দলীয় সঙ্গীত, একক সংগীত, রম্য বক্তৃতা, একক অভিনয় প্রভৃতি পরিবেশন করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাদকের ভয়বহতা তুলে ধরে শহিদুল ইসলামের রচনা ও নাট্য নির্দেশনায় ‘কানের দুল’ নামে একটি নাটিকা মঞ্চায়িত হয়। ওবায়দুল হক বাদলের সার্বিক পরিচালনায় নাটিকাটিতে অভিনয় করেন- হাসানুল বান্না রাফে, আনিকা ইসলাম রানি, শারফিন আল ইসলাম রোহিত, সাইফুল ইসলাম, মোতালেব হোসেন, মামুন জোয়ার্দার ও পাগড়ী সাকিব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- তাহিরা মুসকান, জাফির প্রধান, রুহামা বিনতে আমিন, শারফিন আল ইসলাম রোহিত, পাগড়ী সাকিব, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, মরিয়ম আক্তার, ফাতেমা আক্তার শিফা ও তাহমিনা আক্তার চাঁদ যৌথ, নিপা প্রধান, তাহমিনা আক্তার চাঁদ, শাহীন আলম, নাজমুল আলম শান্তু প্রমুখ।
আবৃত্তি করেন- সাইফা প্রধান, তাসরুবা আক্তার, নাজমুন নাহার বিথী, আনিকা ইসলাম রানি, ওবায়দুল হক বাদল ওরফে কথক দাসহ অন্যান্য শিল্পীরা। সবশেষে ওবায়দুল হক বাদল ওরফে কথক দার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।