Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

August 30, 2023 08:24:47 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

মিন্টু হোসাইন:
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেলের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমার নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার সকালে টিমটি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোহাম্মদ গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে  ১০০  বোতল ফেনসিডিল এবং  ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। মোস্তফা মৃত রুহুল আমিনের ছেলে।

মাহাবুবা জেসমিন রুমা জানান, আটককৃত রুহুল আমিন বিক্রয়ের উদ্দেশ্যে  ফেনসিডিল এবং গাজা রেখেছিলেন। অভিযান শেষে রুহুল আমিনকে গাজা ফেন্সিডিলসহ ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ধারা মোতাবেক তার নামে মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারীরা দেশের শত্রু, সমাজের শত্রু, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  এই কর্মকর্তা।