Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সবজি বাগানে অভিনব কায়দায় গাঁজা চাষ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সবজি বাগানে অভিনব কায়দায় গাঁজা চাষ

April 04, 2024 12:43:10 PM   উপজেলা প্রতিনিধি
সবজি বাগানে অভিনব কায়দায় গাঁজা চাষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের মনির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শরিফ উদ্দিনের নিজ বাড়ির আঙ্গিনায় সবজি বাগানের ভেতরে অভিনব কায়দায় গাঁজা চাষ করেছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে শ্রীপুর মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে টপে রূপনকৃত ২০টি গাঁজার চারা গাছ তার সবজির বাগান থেকে উদ্ধার করেছে। পুলিশ আসার খবর পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী শরিফ উদ্দিন।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, মনির হোসেনের ছেলে শরিফ উদ্দিন প্রতিদিন গাঁজা সেবন করে। তার বাড়িতে বিভিন্ন সময়ে অচেনা লোকজন আসা যাওয়া করে। এলাকার সবাই জানে সে গাঁজা বেচাকেনা করে। এতদিন কেউ ভয়ে মুখ খুলেনি।

গাঁজার চারা গাছ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সবজির বাগানের ভেতর থেকে ১৫-২০টি গাঁজার চারা গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।