Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদারীপুরে হাসপাতালে শিশু চুরি, সিসিটিভিতে ধরা পড়লো নারীর পালানোর দৃশ্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

মাদারীপুরে হাসপাতালে শিশু চুরি, সিসিটিভিতে ধরা পড়লো নারীর পালানোর দৃশ্য

April 19, 2025 07:57:12 PM   অনলাইন ডেস্ক
মাদারীপুরে হাসপাতালে শিশু চুরি, সিসিটিভিতে ধরা পড়লো নারীর পালানোর দৃশ্য

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ছয় মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৬ষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু আব্দুর রহমান সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা সুমন মুন্সির সন্তান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা বোরকাপরা এক নারী শিশুটিকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করছেন। মুহূর্তেই শিশুটিকে নিয়ে ইজিবাইকে পালিয়ে যায় ওই নারী।

শিশুটির স্বজনদের বরাতে জানা গেছে, তিনদিন আগে অসুস্থ দুই বছরের কন্যা জামিলাকে মাদারীপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন মা সুমি আক্তার। শনিবার দুপুরে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন তিনি। এ সময় পাশেই থাকা ছয় মাস বয়সী ছেলে আব্দুর রহমানকে আদর করার কথা বলে কোলে নেয় সাদা বোরকাপরা এক নারী। কিছুক্ষণ পর বারান্দায় নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যেই শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরও শিশুকে না পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, বোরকাপরা এক নারী শিশুকে কোলে নিয়ে দ্রুত ইজিবাইকে হাসপাতাল ত্যাগ করছেন। স্বজনদের অভিযোগ, হাসপাতাল এলাকায় নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। শিশু চুরির ঘটনায় উদ্বিগ্ন স্বজন ও এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শিশুটির মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে ওই নারী যে এভাবে পালিয়ে যাবে, তা বুঝতেই পারিনি। চোখের পলকেই সব শেষ হয়ে গেল। আমি আমার সন্তানকে ফেরত চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক টিম কাজ করছে। যেই এই ঘটনায় জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি।