Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মাধবপুরে নৈশ প্রহরীর বাদীকেও অপহরণের চেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাধবপুরে নৈশ প্রহরীর বাদীকেও অপহরণের চেষ্টা

April 09, 2023 02:58:50 AM   দেশজুড়ে ডেস্ক
মাধবপুরে নৈশ প্রহরীর বাদীকেও অপহরণের চেষ্টা

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে একটি মৎস্য খামারের আল মোতাব্বির নামে এক নৈশ প্রহরীকে অপহরণ করা হয়েছে। অপহরণের দুই দিন পরও পুলিশ অপহৃত আল মোতাব্বিরকে উদ্ধার করতে পারেনি। অপহৃত ব্যাক্তি বহরা ইউনিয়নের জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশপ্রহরী এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ইনাতনগর গ্রামের আবুল কাসেমের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার ঘিলাতলি দীঘিরপাড় খানকাশরীফ মসজিদের গেইট থেকে আল মোতাব্বিরকে অপহরণ করে নিয়ে যায় উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা। এ ঘটনায় মোতাব্বিরের বোন নাজিফা বেগম উজ্জ্বল মিয়াকে প্রধান আসামিকে করে মাধবপুর থানায় অপহরণের মামলা দেন।

এদিকে মামলার আসামি উজ্জল উল্টো মামলার বাদী নাজিফাকেও শুক্রবার সন্ধ্যায় অপহরণের চেষ্টা করে। জনতার বাধার মুখে আসামি পালিয়ে যায়।

মামলার বাদি নাজিফা বেগম জানান, গত বৃহস্পতিবার রাত ৮ দিকে মাধবপুর উপজেলার ঘিলাতলি দীঘিরপাড় খানকাশরীফ মসজিদের গেইট থেকে তার ভাই আল মোতাব্বিরকে অপহরণ করে নিয়ে যায় উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা। কুখ্যাত দাদন ব্যবসায়ী উজ্জ্বল মিয়া পৌর শহরের পূর্ব মাধবপুর গ্রামের গনু মিয়ার ছেলে। এ ঘটনায় উজ্জ্বল মিয়াকে প্রধান আসামিকে করে মাধবপুর থানায় অপহরণের মামলা দিয়েছেন।

মামলা দেওয়ার পর উজ্জ্বল মিয়া ও তার লোকজন শুক্রবার বিকালে মামলার বাদিকে আবার অপহরণ করার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি উজ্জ্বল মিয়া পালিয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অপরাধ আমলে নিয়ে শুক্রবার রাতে মামলাটি এফ আই আর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান আসামিদের গ্রেপ্তার ও অপহৃত আল মোতাব্বিরকে উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।