Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মাধবপুরে পুলিশের হাতে ৬ জুয়াড়ি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাধবপুরে পুলিশের হাতে ৬ জুয়াড়ি আটক

March 10, 2023 12:59:44 AM   দেশজুড়ে ডেস্ক
মাধবপুরে পুলিশের হাতে ৬ জুয়াড়ি আটক

মাধবপুর প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে। বুধবার (৮-মার্চ) রাতে নোয়াপাড়া ইউনিয়নের কড়ড়া গ্রামের পুর্বদিকের রেল লাইনের অপরপ্রান্তে চা বাগানের ভিতরে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে অভিযানকালে বেঙাডুবা গ্রামের শামীম মিয়ার পুত্র জুনাইদ মিয়া (২২), মিয়া হোসেনের পুত্র ফরহাদ মিয়া (৩৯), আব্দুস সাত্তারের পুত্র কাজল মিয়া,কড়ড়া গ্রামের সহিদ মিয়ার পুত্র আব্দুল আজিজ(৪৫), মারাজ মিয়ার পুত্র শামসুদ্দিন (২৭) ও নারায়নগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আতিকুর রহমান (৪৩) কে আটক করা হয়।

আতিকুর রহমানের শশুরবাড়ি শায়েস্তাগঞ্জ থানার নুরপুর জালালাবাদে এবং তার শশুরের নাম মোঃ খালেক মিয়া বলেও পুলিশ জানিয়েছে আটক কৃতদের কাছ থেকে তাসের বান্ডিল ও নগদ ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করে পুলিশ।

এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।