Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মধুমতিতে ড্রেজারে বালু উত্তোলন: নদীগর্ভে জমি, জনজীবনে অশান্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মধুমতিতে ড্রেজারে বালু উত্তোলন: নদীগর্ভে জমি, জনজীবনে অশান্তি

November 17, 2024 10:24:42 AM   জেলা প্রতিনিধি
মধুমতিতে ড্রেজারে বালু উত্তোলন: নদীগর্ভে জমি, জনজীবনে অশান্তি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা এলাকায় মধুমতী নদী থেকে অবাধে বালু উত্তোলন চলছে। এতে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলফাডাঙ্গার বানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুদ্রবানা এলাকায় ইউপি সদস্য বাবর আলীর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছে। তারা দাবি করেন, মধুমতী নদীর সরকারি সম্পত্তি ইজারার মাধ্যমে তারা বালু উত্তোলন করছেন।

কয়েক মাস ধরে পরিবেশের ক্ষতি করে এ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, মধুমতী নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বালু তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর ফলে নদীর পানির প্রবাহের গতি পরিবর্তন হয়ে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। এতে ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। প্রভাবশালীদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

নদীর মাঝখানে ও তীর ঘেঁষে একাধিক ড্রেজার মেশিন বসানো হয়েছে। প্রতিটি মেশিনের সঙ্গে যুক্ত রয়েছে বাল্কহেড। এসব বোটে প্রতিনিয়ত ১০-১২ জন লোক পাহারা দেয়।

অভিযোগকারীরা জানান, এই অবৈধ বালু উত্তোলন তাদের জীবন বিপন্ন করে তুলছে। জমি ও বসতবাড়ি হারানোর আশঙ্কায় আছেন তারা। এছাড়া উত্তোলিত বালুর স্তূপ থেকে ধুলো বাতাসে ভেসে বাড়ির বিছানা, পোশাক, এমনকি খাবারও নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমিন বলেন, “বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”