Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / মধ্যরাতে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

মধ্যরাতে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

November 09, 2024 11:49:09 AM   অনলাইন ডেস্ক
মধ্যরাতে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে সিইপিজেড অংশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রেলিংয়ে ধাক্কা লাগে, এতে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন বলেন, ‘ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’