Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মনু নদীর বাঁধ ভেঙে কুলাউড়া হাইওয়ে প্লাবিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মনু নদীর বাঁধ ভেঙে কুলাউড়া হাইওয়ে প্লাবিত

August 22, 2024 09:42:37 PM   উপজেলা প্রতিনিধি
মনু নদীর বাঁধ ভেঙে কুলাউড়া হাইওয়ে প্লাবিত

মৌলভীবাজার সদর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে কুলাউড়া হাইওয়ে রোডের উপর দিয়ে প্লাবিত হচ্ছে বন্যার পানি।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি। এতে কমপক্ষে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মনু নদের বাঁধ উপচে পানি ঢুকছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের রাজনগরের কদমহাটায় মৌলভীবাজারের রাজনগরে মনু নদ প্রকল্প বাঁধের একাধিক স্থান ভেঙে গেছে। অনেক স্থানে বাঁধ উপচে পানি প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার লোকালয়ে ঢুকছে মনু নদের পানি। ফসলের মাঠ ডুবছে। বাড়িঘরে পানি উঠছে। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের একাধিক স্থান পানিতে তলিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজনগর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় পানি উপচে মনু নদ প্রকল্পের বাঁধের একটি স্থান ভেঙে যায়। একই এলাকায় পাশাপাশি আরও তিনটি স্থান দিয়ে পানি উপচে বের হচ্ছে।

অন্যদিকে মনু নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মৌলভীবাজার শহরের মানুষ গতকাল বুধবার রাতটি বন্যার আতঙ্কে নির্ঘুম কাটিয়েছেন।