Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির তৈরি ‘আলট্রা লাইট’ বিমান আকাশে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির তৈরি ‘আলট্রা লাইট’ বিমান আকাশে

March 04, 2025 11:21:24 PM   উপজেলা প্রতিনিধি
মানিকগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির তৈরি ‘আলট্রা লাইট’ বিমান আকাশে

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ের তরুণ উদ্যোক্তা জুলহাস রহমান নিজের হাতে তৈরি ‘আলট্রা লাইট’ বিমান আকাশে উড়িয়ে চমক দেখিয়েছেন। চার বছরের প্রচেষ্টায় তৈরি এই বিমান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার পাড়ে বিমান উড্ডয়ন দেখতে হাজারো মানুষ ভিড় জমান।

জুলহাস রহমান শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক আব্দুল জলিল মোল্লার ছেলে। ২০১৪ সালে মাধ্যমিকের পর অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তিনি ঢাকায় গিয়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন।

জুলহাস জানান, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার আগ্রহ ছিল। তিন বছর আগে শখের বসে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে ওড়ানোর পর তার স্বপ্ন শুরু হয় আসল বিমান তৈরির। কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে ও নিজস্ব চিন্তা-ভাবনায় তিনি চার বছর ধরে ‘আলট্রা লাইট’ বিমান তৈরি করেন।

বিমান তৈরিতে সরাসরি খরচ হয়েছে দেড় লাখ টাকা, তবে গবেষণা, যন্ত্রাংশ সংগ্রহ ও নানা পরীক্ষা-নিরীক্ষায় গত চার বছরে খরচ হয়েছে প্রায় সাত থেকে আট লাখ টাকা।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “জুলহাসের উদ্ভাবনী উদ্যোগ প্রশংসনীয়। তার প্রচেষ্টা অনন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা করা হবে।”