Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গাভীর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গাভীর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

July 13, 2023 06:29:57 PM   জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গাভীর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

আল মামুন, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে কুকুরে কামড়ানো গাভীর মাংস বিক্রির চেষ্টা করা এক মাংস ব্যবসায়ী ও গরুর বেপারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

বুধবার ( ১২ জুলাই ) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জরিমানা দেয়া অপরাধী দুজন হলেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী মো.সাগর আলী ও ঘিওর উপজেলার কলতা এলাকার গরু বেপারী সাগর মিয়া।

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, মানিকগঞ্জের ঘিওরে কুকুরে কামড়ানো ৬ মাসের অসুস্থ গর্ভবতী গাভীকে জবাই করে মাংস বিক্রির জন্য বাসস্ট্যন্ডের কসাই পট্রিতে নেয়া হচ্ছিল। এই খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালানো হয়।

বুধবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কসাই পট্রির ব্যবসায়ী সাগর আলীর বাড়ি থেকে ওই মাংস উদ্ধার করা হয়। এর পর গরুর বেপারী সাগর মিয়ার সঙ্গে যোগাযোগ করে উপস্থিত করা হয় এবং অপরাধ স্বীকার করায় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা ও গরুর বেপারী সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, গরুর বেপারী অতি লাভের আশায় মাংস ব্যবসায়ী সাগর আলীর কাছে ৫৫ হাজার টাকায় গরু বিক্রি করেন। জরিামনা শেষে কুকুরে কামড়ানো গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা নেয়া হয়েছে।

অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।