Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

February 22, 2023 12:03:42 AM   দেশজুড়ে ডেস্ক
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ফ্রেব্রুয়ারি প্রথম প্রহর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল দশটায় শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানমালা সাজানো হয়- গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম অবসরপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ পত্নী রহমত আরা লস্কর, অভিভাবক, শিক্ষক- কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা। এ সময় প্রধান অতিথি বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন।

বক্তারা বলেন, আজ বিশ্ব দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বাঙালি জাতি গর্বিত এবং বাংলা ভাষা নিয়ে গবেষণাও চলছে। আমরা গর্ভের সাথে বলতে পারি আমরা বাঙালি জাতি।

অনুষ্ঠানে সাংস্কৃতিক  প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠান।