
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজ্যের প্রশাসনিক বৈঠকে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের মদদে বিএসএফ বাংলাদেশ থেকে লোকজনকে অনুপ্রবেশ করাচ্ছে এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
মমতা বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে এবং এ কাজে বিএসএফ জড়িত। বিশেষ করে মালদা, ইসলামপুর, সীতাই এবং চোপড়ার মতো এলাকাগুলো দিয়ে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে।
মমতা পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের পুলিশ বিএসএফের সঙ্গে সমঝোতা করে এ কাজ হতে দিচ্ছে।
মমতার দাবি, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বিএসএফ এ ধরনের কার্যক্রম চালাচ্ছে।
মমতা বলেন, সীমান্ত এবং ভিসার নিয়ন্ত্রণ পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে। অতীতে বাংলাদেশ থেকে কারা আসছে, সে বিষয়ে রাজ্যকে তথ্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে এসব তথ্য রাজ্যের সঙ্গে শেয়ার করা হচ্ছে না।
সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের আসা-যাওয়ার পেছনে বিএসএফের ভূমিকা রয়েছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাবেন এবং কড়া প্রতিবাদ জানাবেন। দুই বাংলার মধ্যে ভালো সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাধারণ বাংলাদেশিদের সঙ্গে সমস্যা নেই। তবে পরিকল্পিতভাবে অপরাধী প্রবেশ করানো হচ্ছে।
মমতা এটিকে গভীর ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় সরকারের ব্লু-প্রিন্টের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে রাজ্যে স্থিতিশীলতা নষ্ট হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সীমান্ত নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। এর প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের কী পদক্ষেপ নেয়া হবে, তা সময়ই বলে দেবে।