Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল

April 06, 2023 01:08:25 AM   দেশজুড়ে ডেস্ক
ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল

ময়মনসিংহ সংবাদাতা:
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গড়বো এবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ এর উদ্যোগে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন পাড়া-বাশাটি বাজারে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা হেযবুত তওহীদ এর সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা হেযবুত তওহীদের সভাপতি এ জেড এম নাজমুল ইসলাম।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি হাবিবুর রহমান হাবিব। তিনি তার আলোচনায় রোজা (সিয়াম) পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, মো’মেন সারা বছর খাবে পরিমিতভাবে, যেভাবে আল্লাহর রসুল দেখিয়ে দিয়ে গেছেন এবং সে অপচয় করবে না, পশুর মতো উদরপূর্তি করবে না। সেখানে একটি নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু বছরে এক মাস দিনের বেলা নির্দিষ্ট সময়ে সে খাবে না, জৈবিক চাহিদা পূর্ণ করবে না, ফাহেশা কথা বলবে না, অনর্থক কথাবার্তা, গালগল্পে মশগুল থাকবে না, অর্থাৎ লাগওয়া বা লাহওয়াল হাদিস ইত্যাদিতে অনর্থক সময় ব্যয় করবে না। মন্দ কাজ, মন্দ কথা, মন্দ চিন্তা থেকে নিজেকে সংযত রাখবে। অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে, ফলে আত্মা শক্তিশালী হবে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে সজাগ হবে। এটা করতে গিয়ে আল্লাহর হুকুম মানার জন্য তার যে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি হবে এটা তার জাতীয়, সামষ্টিক ও সামাজিক জীবনে প্রতিফলিত হবে। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কষ্টদায়ক হলেও সে ভোগবাদী হবে না, পিশাচে পরিণত হবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলার সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, নান্দাইল উপজেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান, গৌরীপুর উপজেলার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কৃষি সম্পাদক আতাউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনার পর দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।