
হোসাইন আলী:
“সুস্থ দেহ সুন্দর মন সমৃদ্ধ জাতি গঠন” -এই শ্লোগানকে ধারণ করে ময়মনসিংহে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো "হোসাইন মোহাম্মদ সেলিম ময়মনসিংহ সদর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫" এর ফাইনাল ম্যাচ। ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সদর উপজেলার চরনিলোক্ষিয়া ভাটিপাড়া মাঠে মাসব্যাপী এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২০টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জমজমাট লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন দল।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায় ভাটিপাড়া মাঠে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শিরোপার জন্য মুখোমুখি হয় ভাটিপাড়া উত্তর ও ভাটিপাড়া দক্ষিণ। দর্শকের করতালির মধ্য দিয়ে শুরু হওয়া এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে। শেষ পর্যন্ত ভাটিপাড়া দক্ষিণকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাটিপাড়া উত্তর।
হোসাইন মোহাম্মদ সেলিম ময়মনসিংহ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান এনামুল হক বাপ্পা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা সম্ভব। আমরা বিশ্বাস করি, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।" তিনি আরও বলেন, “ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব যুবসমাজকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সিরাজুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক পরিচালনা করেন এরশাদুল হক মানিক সরকার।
হোসাইন মোহাম্মদ সেলিম ময়মনসিংহ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাঠজুড়ে উপচে পড়া ভিড়, হাততালি আর চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। উত্তেজনাপূর্ণ এই খেলায় সমর্থকদের আবেগ ছিল তুঙ্গে। দুই পক্ষের দর্শকেরা নিজ নিজ দলকে উৎসাহিত করতে মাঠজুড়ে সমর্থন জুগিয়েছেন। খেলা শেষে বিজয়ী দলকে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।
পিনাকল অ্যাসোসিয়েশনের সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিমের উদ্যোগে দেশজুড়ে খেলাধুলার প্রসার ঘটাতে নানামুখী কর্মসূচি নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে। এই টুর্নামেন্ট ছাড়াও সাঁতার প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, ইনডোর গেমসসহ নানা ধরনের ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সামনে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা।