Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুরে সাংবাদিক আবুসালেহ সজীবের মায়ের ইন্তেকাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মির্জাপুরে সাংবাদিক আবুসালেহ সজীবের মায়ের ইন্তেকাল

April 05, 2025 09:28:28 AM   উপজেলা প্রতিনিধি
মির্জাপুরে সাংবাদিক আবুসালেহ সজীবের মায়ের ইন্তেকাল

মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের জাতীয় রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সেক্রেটারি, জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ও নিউজ একুশ চ্যানেলের জেলা প্রতিনিধি এবং কান্ট্রি টুডে ইংরেজি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুসালেহ সজীবের মা আছমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রবিবার (৩০ মার্চ) ফজরের দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. জাকির হোসেনের স্ত্রী এবং বাওয়ার কুমারজানী গ্রামের অধিবাসী আছমা বেগম নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথর, জন্ডিস ও টিউমারে আক্রান্ত ছিলেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্বামী, একমাত্র ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ের পড়াশোনায় রয়েছেন, যা প্রায় শেষের দিকে।

মরহুমার প্রথম জানাজা সকাল বেলায় আম্বাতুন নেছা মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা বাদ যোহর ৫ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী মধ্য পাড়া জামে মসজিদে সম্পন্ন হয়। পরে পারিবারিক সামাজিক কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আছমা বেগমের মৃত্যুতে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কার্যনির্বাহী কমিটি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ এবং সাবেক সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিষয়ে সাংবাদিক আবুসালেহ সজীব বলেন, “দেশ ও বিদেশের সকলের কাছে আমার মায়ের জন্য দোয়া প্রার্থনা করছি। পবিত্র মাহে রমজানের উছিলায় মহান আল্লাহ তায়ালা যেন আমার আম্মুকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”