Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মাসিক সভায় সাংবাদিকদের লাঞ্চিত করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাসিক সভায় সাংবাদিকদের লাঞ্চিত করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 31, 2023 07:11:15 PM   উপজেলা প্রতিনিধি
মাসিক সভায় সাংবাদিকদের লাঞ্চিত করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে সাংবাদিকদের লাঞ্চিত করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। সাংবাদিকরা অশিক্ষিত, মাদক ব্যবসা, জামায়াত বিএনপির সাথে জড়িত, তাদেরকে ধরো বলে হুকুম দেন তিনি।

বৃহস্পতিবার ৩১ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় এ ঘটনাটি ঘটে।  এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রতিমন্ত্রীর এহেন বক্তব্যের প্রতিবাদ জানান এবং সভা বর্জন করেন।

উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভার সার্বিক আলোচনা শেষে হঠাৎ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্য চলাকালে সাংবাদিকদের উপর চড়াও হন। তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন এবং উপস্থিত সাংবাদিকদের উপর আক্রমনাত্বক বক্তব্য ও গালিগালাজসহ, অশিক্ষিত, জামায়াত বিএনপির সাথে জড়িত মন্তব্য করে সাংবাদিকদের ধরো বলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রাকে হুকুম প্রদান করেন।

এসময় আইনশৃঙ্খলা সভায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। তার এমন আচরণ এবং বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকগণ তাৎক্ষণিক ভাবে তীব্র প্রতিবাদ  জানান সাংবাদিক মতিয়ার রহমান চিশতী, এসএম সাদিক হোসেন, এসএম মোমেন, শওকত আলী মন্ডল, মাজহারুল ইসলাম, শফিকুল ইসলাম ও মাসুদ পারভেজ রুবেল।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম ও সরবেশ আলী, রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুশাহেদ খান, রৌমারী সদর (বিজিবি) কোম্পানি কমান্ডার শরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, স্বাস্ব্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহার আলী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় উপস্থিত সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহার আলী বলেন, এ অনাকাঙ্খিত ঘটনাটি ঠিক হয়নি।
দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম বলেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে দুঃখ প্রকাশ করছি।