Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / মস্কোর প্রাণকেন্দ্রে তিনটি বড় বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মস্কোর প্রাণকেন্দ্রে তিনটি বড় বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

April 23, 2025 08:50:53 PM   অনলাইন ডেস্ক
মস্কোর প্রাণকেন্দ্রে তিনটি বড় বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ব্যস্ত বিপণিবিতানের পার্কিং গ্যারেজে পরপর তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে কেঁপে উঠেছে পুরো এলাকা।

এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেতনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বিস্ফোরণের সূত্রপাত ঘটে বিপণিবিতানের পার্কিংয়ে থাকা একটি গাড়িতে। বিস্ফোরণের পর সেটি থেকে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী মস্কোর আকাশে উড়তে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে।

রুশ জরুরি সেবাদানকারী সংস্থা এসএইওটিকে জানিয়েছে, আগুন লাগার আগে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে কাছাকাছি থাকা নির্মাণ সামগ্রীর ওপর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার পেছনে নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো একাধিকবার ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত মার্চে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা ঘটে মস্কোয়। সেই হামলায় একাধিক আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, ওই রাতেই তারা মোট ৩৩৭টি ড্রোন ধ্বংস করে, যার মধ্যে ৯১টি মস্কোর আকাশেই ভূপাতিত করা হয়। একই সময়ে কুরস্ক অঞ্চলে আরও ১২৬টি ড্রোন ধ্বংস করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার একটি বিশাল অস্ত্র গুদাম যা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, ভয়াবহ বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায়। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর একটি বিশাল অগ্নিগোলক আকাশে উড়ে যাচ্ছে। এ ঘটনা ঘটেছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৩৩০ মাইল দূরে রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কিরঝাচ জেলার বার্সোভো গ্রাম সংলগ্ন এলাকায়।

রুশ সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসব বিস্ফোরণের পেছনের কারণ ঘোষণা করেনি। তবে পরপর এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।