Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

February 20, 2025 06:24:44 PM   উপজেলা প্রতিনিধি
মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোহনগঞ্জ প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মমতাজ্জাহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নুরুজ্জামান। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সাংবাদিক সুশান্ত কুমার রায় সুমন, মোজাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।