Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মোহনগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্ত্তন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

মোহনগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্ত্তন অনুষ্ঠিত

February 12, 2025 07:16:59 PM   উপজেলা প্রতিনিধি
মোহনগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্ত্তন অনুষ্ঠিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
মোহনগঞ্জে ৬৯তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্ত্তন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোহনগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া ধামের আয়োজনে এ অনুষ্ঠান বিশ্ব শান্তি কামনায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ, শুভ অধিবাস, ৫৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান, শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্ত্তন, দধি মঙ্গল, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

১০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।