Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে সাবেক সাংসদ সায়েদুর রহমান স্মৃতি সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

মানিকগঞ্জে সাবেক সাংসদ সায়েদুর রহমান স্মৃতি সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

August 08, 2022 06:22:50 AM  
মানিকগঞ্জে সাবেক সাংসদ সায়েদুর রহমান স্মৃতি সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জে এএম সায়েদুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল  টুর্নামেন্টের সেফি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগষ্ট )  বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের এ খেলায় সুজন একাডেমি নাগরপুর টাঙ্গাইল বনাম খোকন একাদশ মানিকগঞ্জের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি ট্রাইবেকারে খোকন একাদশ বিজয় লাভ করেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  এএম নাঈমুর রহমান দুর্জয়।

দৌলতপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মো. শওকত আলী খান এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান। এসময় খেলাটি উদ্বোধন করেন ব্রাইট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম উজ্জল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ,নালী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, বরটিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশন, ঘিওর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন।

খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন টুর্নামেন্টের আহবায়ক বাবুল আক্তার খাজা, সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ ও ঘিওর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সজল। ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলা ফুটবল  এসোসিয়েশন এর যৌথ  আয়োজনে এই টুর্নামেন্টে  আটটি  দল অংশ নেয়।