Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুরে প্রকৃতি সেজেছে লাল কৃষ্ণচূড়ায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মির্জাপুরে প্রকৃতি সেজেছে লাল কৃষ্ণচূড়ায়

June 04, 2022 03:30:27 PM   নিজস্ব প্রতিনিধি
মির্জাপুরে প্রকৃতি সেজেছে লাল কৃষ্ণচূড়ায়

মির্জাপুরে শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের পথে-প্রান্তরে কৃষ্ণচূড়ার লাল ফুলে ঢেকে গেছে। কৃষ্ণচূড়ার এই লাল রং পথচারীকে আকৃষ্ট করে তুলেছে। গতকাল উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কৃষ্ণচূড়ার লাল টকটকে ফুল অলিগলি ও জনপথকে নতুন সাজে সাজিয়ে রেখেছে।
মির্জাপুর পৌরসভার উপজেলা পরিষদ চত্বর, কুমুদিনী হাসপাতাল রোড, বংশাই নদীর ঘাট, কুমুদিনী কমপ্লেক্স, জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চবিদ্যালয় মাঠ, পাকুল্যা জমিদারবাড়ি, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইল কটন মিলস, মির্জাপুর ক্যাডেট কলেজ ও উত্তর পেকুয়া জাগরণী উচ্চবিদ্যালয় মাঠের কৃষ্ণচূড়ার লাল ফুল পথচারীদের আকৃষ্ট করে তুলেছে। এছাড়া বিভিন্ন রাস্তাঘাটের দুই পাশেও দেখা মিলছে লাল ফুলের সমারোহ।

এ বিষয়ে আরও দেখুন


মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জীববিদ্যা বিভাগের প্রভাষক মো. সালাউদ্দিন আহমেদ বাবর জানান, কৃষ্ণচূড়া মূলত আফ্রিকার মাদাগাস্কার ফুলগাছ। এটি সম্ভবত ১৮২৪ সালে সেখান থেকে প্রথমে মুরিটাস ও ইংল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তার লাভ করে। কৃষ্ণচূড়া গাছ দেখতে অত্যন্ত সুন্দর ও পরিবেশবান্ধব। বৃক্ষপ্রেমীরা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করে থাকেন।
বেড়ার চরে গো-খামারে ভাগ্য বদলবেড়ার চরে গো-খামারে ভাগ্য বদল
টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জ অফিসের অধীনে বংশীনগর অফিসের বিট কর্মকর্তা মো. রুমি জামান ও হাঁটুভাঙ্গা অফিসের বিট কর্মকর্তা রতন সরকার বলেন, বন বিভাগের আশপাশে কৃষ্ণচূড়াগাছ শোভাবর্ধনকারী একটি বৃক্ষ। গাছটি পরিবেশবান্ধব, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া কৃষ্ণচূড়াগাছ মাটির ক্ষয়রোধ করে থাকে।